আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:
لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقَاتِلَ المُسْلِمُونَ اليَهُودَ، حَتَّى يَخْتَبِئَ اليَهُودِيُّ مِنْ وَرَاء الحَجَرِ وَالشَّجَرِ . فَيَقُولُ الحَجَرُ وَالشَّجَرُ : يَا مُسْلِمُ هَذَا يَهُودِيٌّ خَلْفِي تَعَالَ فَاقْتُلْهُ ؛ إِلاَّ الغَرْقَدَ فَإِنَّهُ مِنْ شَجَرِ اليَهُودِ». متفق عليه
’কিয়ামত সংঘটিত হবে না, যে পর্যন্ত মুসলিমরা ইহুদীদের বিরুদ্ধে যুদ্ধ না করবে। এমনকি ইহুদী পাথর ও গাছের আড়ালে আত্মগোপন করলে পাথর ও গাছ বলবে ’হে মুসলিম! আমার পিছনে ইহুদী রয়েছে। এসো, ওকে হত্যা কর।’ কিন্তু গারক্বাদ গাছ [এরূপ বলবে] না। কেননা এটা ইহুদীদের গাছ।
সহীহুল বুখারী ২৯২৬, মুসলিম ১৫৭, ২৯২২
এই হাদিসটি কেয়ামতের আগে সংঘটিতব্য আল-মালহামাতুল কুবরা (সর্বশ্রেষ্ঠ যুদ্ধ) সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী। হাদিসটি থেকে আমরা নিম্নোক্ত বিষয়গুলো জানতে পারি:
- কেয়ামত আসার আগে একটি চূড়ান্ত সংঘাত হবে, যেখানে মুসলিমরা ইহুদীদের বিরুদ্ধে লড়াই করবে।
- আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হবে, যেখানে জড়বস্তুও মুসলিমদের বিজয়ে সহায়তা করবে।
- হাদিসে বিশেষভাবে গারক্বাদ (Gharqad) নামক এক প্রকার কাঁটাযুক্ত গাছের কথা উল্লেখ করা হয়েছে যা ইহুদীদের লুকিয়ে থাকতে সাহায্য করবে।