কলোম্বিয়ার প্রেসিডেন্ট সব ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কার করেছেন

কলোম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গাজা ফ্লোটিলায় হামলার নিন্দা জানিয়ে দেশ থেকে সব ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কার করেছেন।

তিনি এক্স-এ (টুইটার) পোস্টে জানান, ইসরায়েলের নতুন “আন্তর্জাতিক অপরাধের” জবাবে কলোম্বিয়া ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিও সঙ্গে সঙ্গে বাতিল করেছে।

অন্য এক পোস্টে পেত্রো বলেন, “নেতানিয়াহু তার ভণ্ডামি দেখালো, সে আন্তর্জাতিক অপরাধী, তাকে গ্রেপ্তার করা উচিত।”

পেত্রো আরও ঘোষণা করেন, কলোম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে মামলা করবে এবং আন্তর্জাতিক আইনজীবীদের সহযোগিতা চাইবে।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore