আজ ০২ অক্টোবর – ১১৮৭ সালের এই দিনে মুসলিমদের মহান সেনাপতি সুলতান সালাহুদ্দীন আইয়ুবী রহঃ ক্রুসেডারদের হাত থেকে বায়তুল মুকাদ্দাস বিজয় করেন। দীর্ঘ ৮৮ বছরের ক্রুসেডার দখলদারিত্বের অবসান হয় সেদিন।
সালাহুদ্দীন আইয়ুবী রহঃ এর নিপুন নেতৃত্ব দক্ষতা, গোয়ন্দা কার্যক্রম ও আধুনিক মিলিটারি ট্যাক্টিসের কাছে সেদিন ক্রুসেডাররা হার মানতে বাধ্য হয়। আজকে বর্তমান বিশ্বে মুসলমানদের বিজয় লাভ করতে সালাহুদ্দীন রহঃ এর যুদ্ধকৌশল অনুসরণের বিকল্প নাই। তার যুদ্ধকৌশল ও ৫ম প্রজন্মের যুদ্ধকৌশলের সমন্বয়ে বায়তুল মাকদিস পুনরুদ্ধার সম্ভব।
তবে আমরা যদি নিজেদেরকে সালাহুদ্দীন রহঃ এর মতো যোগ্য গড়ে না তুলে শুধু তার মতো কারো অপেক্ষায় থাকি, তাহলে ফিলিস্তিন স্বাধীন হবে না। আরাকান, কাশ্মীর কখনোই স্বাধীন হবে না। তাই নিজেদেরকে সালাহুদ্দীন রহঃ এর মতো সেনাপতি হতে হবে। তবেই বিজয় অর্জন সম্ভব।