ইসলাম ইনসাইট

কোথায় পালিয়েছেন স্বৈরাচার বাশার আল আসাদ

সিরিয়া বিপ্লবের টাইমলাইন : যেভাবে হলো আসাদের পতন
সিরিয়া বিপ্লবের টাইমলাইন : যেভাবে হলো আসাদের পতন। ছবি : আল জাজিরা

বিদ্রোহী জোট সিরিয়ার রাজধানী দামেশক দখলের ঘোষণা দেওয়ার পর দেশজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে এখনো স্পষ্ট নয়, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা কোথায় অবস্থান করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দামেস্কের রাস্তায় আসাদ বাহিনীর সদস্যদের পালানোর দৃশ্য দেখা গেছে।

এদিকে, উড়োজাহাজ ট্র্যাকিং সাইট ‘ফ্লাইট রাডারে’র তথ্য অনুযায়ী, দামেশক বিমানবন্দর থেকে একটি সিরিয়ান বিমান উড্ডয়ন করেছে। উক্ত বিমানে বাশার আল-আসাদ থাকার তীব্র সম্ভাবনা রয়েছে। প্রথমে বিমানটি উপকূলীয় শিয়া আলাভি সম্প্রদায়ের এলাকা থেকে উড়াল দেয়। কিন্তু, হঠাৎই দিক পরিবর্তন করে এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

‘ওয়াল স্ট্রিট জার্নাল’র সূত্রে জানা গেছে—আসাদের স্ত্রী ও সন্তানরা এক সপ্তাহ আগেই রাশিয়া পাড়ি জমিয়েছেন। এর কিছুদিন পরই আসাদ দেশ ছেড়েছেন বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে, ‘অ্যাক্সিওস’ জানিয়েছে, মধ্যরাতে আসাদ দামেস্ক ত্যাগ করে রুশ ঘাঁটিতে আশ্রয় নেন। সেখানে থেকে মস্কো যাওয়ার প্রস্তুতি চলছে।

ইসরায়েলি চ্যানেল ১২ জানিয়েছে, ভোর চারটায় দামেশক বিমানবন্দর থেকে একটি সিরীয় বিমান উড্ডয়ন করে, যেটা পরে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। যদিও ইসরায়েলি সরকারের পক্ষ থেকে আসাদের দেশত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

সিরীয় সেনাবাহিনীর জ্যেষ্ঠ দুই কর্মকর্তা ‘রয়টার্স’কে জানিয়েছেন, আসাদ একটি বিমানে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছেন। সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, নেতৃত্ব থেকে জানানো হয়েছে যে বাশার আল-আসাদের শাসন শেষ হয়েছে।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore