ইসলাম ইনসাইট

হামাস প্রতিনিধিদল মিশরের গোয়েন্দাপ্রধানের সঙ্গে বৈঠক শেষে কায়রো ত্যাগ করেছে

হামাস প্রতিনিধিদল মিশরের গোয়েন্দাপ্রধানের সঙ্গে বৈঠক শেষে কায়রো ত্যাগ করেছে
হামাস নেতা খলিল আল হাইয়া। ছবি : আল জাজিরা

গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা এবং বন্দি বিনিময়ের অগ্রগতি নিয়ে আলোচনার পর মিশরের রাজধানী কায়রো ত্যাগ করেছে হামাসের একটি প্রতিনিধিদল। রবিবার সন্ধ্যায় মিশরের গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হাসান রাশাদের সঙ্গে বৈঠক শেষে দলটি কায়রো ছাড়ে।

হামাসের এক বিবৃতিতে বলা হয়, প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন খলিল আল হাইয়া। বৈঠকে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং সামাজিক সহায়তা কমিটির কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিনিধিদল শান্তি প্রতিষ্ঠায় তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধে জোর দেন।

এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সায়ার দাবি করেছেন, হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নিয়ে অগ্রগতি হচ্ছে। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হার্জগও পর্দার আড়ালে আলোচনা চলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মিশর হামাস ও ফাতাহর মধ্যে সমঝোতা এবং বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়নে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে। হামাস একটি ‘ধাপে ধাপে চুক্তি’ মেনে নিতে রাজি হয়েছে, যা গাজা থেকে ইসরায়েলের ধীরগতিতে প্রত্যাহার নিশ্চিত করবে। তবে, চুক্তি বাস্তবায়নে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া অবস্থান আলোচনা জটিল করে তুলেছে।

উল্লেখ্য, ৭ অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েল গাজায় যে বর্বর হামলা চালাচ্ছে, তাতে এ পর্যন্ত দেড় লাখের বেশি ফিলিস্তিনি হতাহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু ও নারী। নিখোঁজ রয়েছে ১১ হাজারের বেশি মানুষ। এই মানবিক বিপর্যয়ে তীব্র খাদ্যসংকট ও দুর্ভিক্ষে বহু শিশু ও বৃদ্ধ প্রাণ হারিয়েছে।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore